নিউজিল্যান্ডের বিপক্ষে ডু- অর-ডাই ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে একাদশে পাওয়ার আশা করছে দল। এরমধ্যে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর সঙ্গে মাহমুদউল্লাহ ইস্যুতে কথা বলেন টিম ম্যানেজার রাবিদ ইমাম।
তিনি বলেন, ‘আমরা তাকে পাওয়া নিয়ে আশাবাদী। তিনি বেশ ভালোভাবেই সুস্থ হয়ে উঠছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলনের পর।‘
রাবিদ ইমাম বলেন, ‘চোটে পড়ার পর আমরা একটি স্ক্যান করেছি। সেখানে কোনো ভাঙা কিছু পাওয়া যায়নি। এটা ভালো ব্যাপার। যখন সেই স্বাভাবিক বোধ করবে, সে অবশ্যই খেলবে।‘
মাহমুদউল্লাহ তার খেলা শেষ ৪ ম্যাচের চারটিতেই ফিফটি করেছেন। এই ব্যাটার ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে মাসলে ব্যথা পান। যার কারণে সেই ম্যাচটি আর খেলা হয়নি তার।
ম্যাচে মাত্র ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয় ও জাকের আলীর জুটিতে এগিয়ে যায় টাইগাররা।
এমএইচ//