চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এর ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে অবরোধ শুরু করেছেন তারা।
অবরোধের কারণে এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। এতে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে।
আন্দোলনকারীরা বলেছেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছেন।
আই/এ