ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সাভির্সের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। তাদের নিয়ে যাওয়ার সময় পথে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গ্যালো বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষ মারা গেছেন।
এমএ//