খেলাধুলা

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সংগীত! নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে। যদিও আলোচনা হচ্ছে কিছুটা কম। ঘটনা খুব বড় হওয়ার আগেই তা থেমে গেছে বলেই হয়তো।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে হাইভোল্টেজ এই ম্যাচ।

ম্যাচের শুরুতে জাতীয় সংগীত বাজিয়ে তৈরি হয়েছে এক বিব্রতকর পরিস্থিতির। অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানোর সময়, হঠাৎ স্টেডিয়ামে বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। তখন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন নিজেদের জাতীয় সংগীত গাওয়ার জন্য।

অবশ্য ভারতের সংগীত খুব বেশিক্ষণ বাজেনি। অল্প বাজতেই তা বন্ধ করে ফেলা হয়। আর মাঠে থাকা দর্শকরা শব্দ করে ওঠে।

এই ঘটনার এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চ্যাম্পিয়নস ট্রফির অব্যবস্থাপনা নিয়ে উঠছে নানারকম প্রশ্ন। গাদ্দাফি স্টেডিয়ামে হওয়াও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করছেন নেটিজেনরা।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফি | জাতীয় সংগীত | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | ভারত