আন্তর্জাতিক

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ

চলতি সপ্তাহে ইরান সফরে যাবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বিষয়টি জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সফর এমন সময় হতে যাচ্ছে, যখন পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মধ্যে রয়েছে তেহরান।  লাভরভের এ সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা নিয়ে রাশিয়া-ইরান আলোচনা করতে পারে। 

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জলিলি বলেন, একদিনের সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ মঙ্গলবার ইরান যাবেন।

আর্মেনিয়া-আজারবাইজান মধ্যকার উত্তেজনা সমাধানে ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ইরান সফরে গিয়েছিলেন লাভরভ।    

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন ইরান | রাশিয়া | রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী