দেশজুড়ে

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালাখালী উপজেলার টি কে রোড এলাকায় জ্যাকেট তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কালুরঘাট সেতুর দক্ষিণ প্রান্তে বোয়ালখালী অংশে এভালন ফ্যাশন নামের সে জ্যাকেট কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভেনি। আগুনে কেউ হতাহত হয়নি। শ্রমিকরা সবাই নিরাপদে বের হতে পেরেছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কারখানা শ্রমিকরা জানায়, চারতলা কারখানা ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই ভবনের নিচতলায় কাটিং, দ্বিতীয় ও তৃতীয় তলায় সুইং এবং চতুর্থ তলায় আয়রনের কাজ হত। কারখানায় কাজ করেন ৪০০ শ্রমিক। আগুন লাগার সময় চতুর্থ তলায় ৫-৬ জন কাজ করছিল।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন অগ্নিকাণ্ডের | চট্টগ্রামের বোয়ালাখালী উপজেলার | আগুন