ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে দুটি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাব দুটির মধ্যে একটি করে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য খসড়া প্রস্তাবটি ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে করে। সোমবার(২৪ ফেব্রয়ারি) সাধারণ পরিষদে উভয় খসড়া প্রস্তাব ভোটে অনুমোদন পায়।
যুক্তরাষ্ট্রের সংশোধিত প্রস্তাব যখন ভোটে দেওয়া হয়, ওয়াশিংটন তাদের নিজেদের প্রস্তাবে ভোট দানে বিরত থাকে। পাস হওয়া মার্কিন প্রস্তাবের পক্ষে ৯৩টি রাষ্ট্র ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৮টি রাষ্ট্র। আর ৭৩টি রাষ্ট্র ভোট দানে বিরত থাকে।
অন্যদিকে, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের পক্ষে ৯৩টি রাষ্ট্র, ভেঅট দেয়। বিপক্ষে ভোট পড়ে ১৮ টি রাষ্ট্র। আর ৬৫ টি রাষ্ট্র ভোট দানে বিরত থাকে। যুদ্ধের তিন বছরে সাধারণ পরিষদে এটাই ছিল ইউক্রেনের পক্ষে সবচেয়ে দুর্বল সমর্থন।
এমআর//