বাংলাদেশের ব্যাটসম্যানদের বর্তমান পারফরম্যান্স বেশ হতাশাজনক। সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমরা ধারাবাহিকভাবে বাজে খেলে যাচ্ছেন। এর ফলে, আইসিসি প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটারদের অবনতি স্পষ্ট।
গত এক দশক বা দশ বছরের মধ্যে মুশফিকুর রহিমের র্যাংকিং সবচেয়ে খারাপ অবস্থানে আছে। এই ব্যাটার ৯ ধাপ পিছিয়ে ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে অবস্থান করছেন। তিনি ২০১৪ সালের পর এবারই প্রথমবারের মতো চল্লিশের বাইরে চলে গেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার।
মাহমুদউল্লাহর র্যাংকিংয়েও বাজে পারফরম্যান্সের ছাপ স্পষ্ট। তিনি ৭ ধাপ পিছিয়ে ৫৪৮ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৪৩ নম্বরে।
সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তার ৭৭ রানের ইনিংসের পরও র্যাংকিংয়ে পিছিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি দুই ধাপ পিছিয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়ের। ভারতের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ১৮ ধাপ এগিয়ে ৪৯৪ রেটিং নিয়ে তার অবস্থান ৬৪ নম্বরে।
টাইগার বোলারদের মধ্যে তাসকিন আহমেদের র্যাংকিং বেড়েছে। তিনি ৬ ধাপ এগিয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন। এদিকে মেহেদী হাসান মিরাজ ৪ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে অবস্থান করছেন।
এমএইচ//