খেলাধুলা

আফগানদের পাহাড়সম সংগ্রহে ইব্রাহিমের দেড়’শো পেরোনো ইনিংস

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তান-ইংল্যান্ড লড়াই মানেই যেন এখন বাড়তি উন্মাদনা, বাড়তি মাত্রা! চ্যাম্পিয়নস ট্রফিতেও সেই রেশ দেখা যাচ্ছে। লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আফগান দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করেছে।

সবশেষ ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছিল আফগানিস্তান। আজ নিশ্চয়ই সেই স্মৃতি আবারও ফিরিয়ে আনতে চাইবে দলটি।

ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক সেঞ্চুরিতে এই বড় সংগ্রহ তুলতে সক্ষম হয়েছে আফগানিস্তান। এই ওপেনিং ব্যাটার শেষ ওভারে আউট হয়েছেন। সংগ্রহ করেছেন ১৪৬ বলে ১৭৭ রান। ইনিংসে ছিল ১২ টি চার ও ৬ টি ছক্কা। ইব্রাহিমের এই ইনিংস এখন চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেন ডাকেটের ১৬৫ রানের ইনিংস ছিল টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ। 

শুধু ইব্রাহিম নন অন্যান্যরাও রেখেছেন অবদান। এরমধ্যে হাশমতউল্লাহ শহীদির ৪০ রান, আজমতউল্লাহ ওমরজাই এর ৪১ রান ও মোহাম্মদ নবীর ৪০ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অথচ এই আফগানরা মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল।

এরপর ইব্রাহিমের সঙ্গে জুটি গড়ে তোলেন অধিনায়ক হাশমতউল্লাহ। তাদের ১০৩ রানের জুটিতে শুরুর ধাক্কা পাড়ি দেয় তারা। হাশমতউল্লাহ ফিরলে সেখানে যোগ দেন আজমতউল্লাহ। ইব্রাহিমের সঙ্গে এবার গড়ে ওঠে ৭২ রানের জুটি। আজমতউল্লাহ বিদায় নিলে নবীর সাথে জুটি বাঁধেন ইব্রাহিম। তারা দুজনে মিলে যোগ করেন আরও ১১১ রান।

আফগানিস্তান ৩৭.২ ওভারে ২০০, ৪৩.৫ ওভারে ২৫০ রান সংগ্রহ করে। দলটি ৪৭.১ ওভারে ৩০০ রানে প্রবেশ করে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানিস্তান | ইংল্যান্ড