যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকা থেকে ৭ শতাধিকের বেশি মরদেহ উদ্ধার করেছে গাজা সিভিল ডিফেন্স। বেশীরভাগ মরদেহগুলোতে ভারি আঘাতের চিহ্ন থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গাজার মুখপাত্র মেজর মাহমুদ বাসল এক বিবৃতিতে জানিয়েছেন, উপলব্ধ পরীক্ষাগারের অভাবের কারণে মৃত ব্যক্তির পরিচয় সনাক্তকরণে বেগ পেতে হচ্ছে তাদের।
তিনি আরও জানান, বেসামরিক প্রতিরক্ষা দলগুলি মৃতদেহ উদ্ধার এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পায়নি।
মাহমুদ বাসল বলেন, গাজায় দখলদার ইসরাইলের বর্বরতায় ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১০ হাজার মৃতদেহ আটকা পড়ে আছে। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করতে পারছে না সিভিল ডিফেন্স তাদের।
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানিয়েছে, গাজায় নিখোঁজ মানুষের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ২-৩ হাজার জনকে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে গোপনভাবে আটকের পর গুম করা হয়েছে।
সেন্টারের তথ্য অনুযায়ী, নিখোঁজদের বেশির ভাগই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অথবা এমন এলাকায় আটকে রয়েছেন যেখানে দখলদার ইসরাইলি বাহিনীর অবরোধের কারণে পৌঁছানো সম্ভব নয়।
এমএ//