জম্মু কাশ্মীর ইস্যুত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের পাকিস্তানের দাবি নিয়ে জাতিসংঘে ভারতের স্থাযী প্রতিনিধি কে ত্যাগী জানিয়েছেন, পাকিস্তান সেনাদের নির্দেশে মিথ্যা দাবি করছেন পাকিস্তানের নেতারা।
পাকিস্তানের ভাষণ নিয়ে ত্যাগী বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, এমন একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে। ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে। অন্য কাউকে জ্ঞান দেওয়ার কোনও জায়গা পাকিস্তানের নেই বলেও মন্তব্য করেন ত্যাগী।
এর আগে, পাকিস্তানের আইন, বিচার ও মানবাধিকার মন্ত্রী অজম নাজির মানবাধিকার পরিষদের বৈঠকে অভিযোগ করেন, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারছেন না জম্মু ও কাশ্মীরের অধিবাসীরা। ভারত তাদের দমিয়ে রাখার চেষ্টা করছে। গত কয়েক বছরে সেই প্রবণতা বৃদ্ধি পেয়েছে অনেকটা।
এমআর//