খেলাধুলা

রমজানে ফ্রি ইফতার পাবে চ্যাম্পিয়নস ট্রফি দেখতে আসা দর্শক

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

পবিত্র রমজান মাসে যারা রোজা রেখে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখতে আসবেন, তারা বিনামূল্য ইফতার পাবেন। এমন উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইসিবি।

ইসিবি তাদের ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছে, ‘রমজানের আসল চেতনাকে ঠিক রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়নস ট্রফির দুবাইয়ে অনুষ্ঠিত বাকি ম্যাচগুলোতে রোজাদার দর্শকদের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। এটি শুরু হবে রোববার, ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সবখানেই ইফতারি বক্স সরবরাহ করা হবে।‘ 

পাকিস্তানের আয়োজনে এবারের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। তবে হাইব্রিড মডেলে হওয়ায় ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে।

রমজান মাসে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অন্তত ২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত যদি ফাইনাল খেলে সেক্ষেত্রে ৩ টি ম্যাচ আয়োজন হবে সেখানে।

দুবাই স্টেডিয়ামে সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ড- অর্থাৎ গ্যালারির সব জায়গাতেই ইফতারি বক্স দেওয়া হবে।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফি | রোজা | বিনামূল্য ইফতার