কোপা আমেরিকায় ২০১৬ সালের ফাইনালে টাইব্রেকারে লিওনেল মেসির পেনাল্টি মিসের কথা নিশ্চয়ই মনে থাকার কথা। আর্জেন্টাইন মহাতারকা পেনাল্টিতে দক্ষতা বাড়াতে সাহায্য চেয়েছিলেন নেইমারের কাছে। ব্রাজিলিয়ান তারকাও কৌশল শিখিয়েছেন মেসিকে। যা তাকে বিশ্বকাপ জয়ে সাহায্য করেছিলো।
সম্প্রতি ‘পডপাহ’ নামে এক পডকাস্টে এমন কথা বলেছেন নেইমার।
নেইমার বলেন, মেসি তাকে জিজ্ঞেস করেছিলো সে কীভাবে এমন পেনাল্টি নেয়। মেসির কাছ থেকে সাহায্যের অনুরোধ শুনে বেশ অবাক হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
মেসির অনুরোধ শোনার পর নেইমার বলেছিলেন, ‘তুমি কি পাগল? তুমি মেসি! যদি আমি সেটা করতে পারি, তবে তুমিও করতে পারবে।’
এরপরও অবশ্য মেসিকে সময় নিয়ে নিজের কৌশল ঠিকই শিখিয়ে দিয়েছিলেন নেইমার।
পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে নেইমারের আলাদা দক্ষতা ও স্টাইল লক্ষ্য করা যায়। কার্যকারিতার দিক থেকেও অনেকটা এগিয়ে এই সান্তোস তারকা।
ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ১০৬টি পেনাল্টি নিয়েছেন নেইমার। যেখানে ৮৮টিতে গোল করেছেন। আর মিস করেছে ১৮টি। অন্যদিকে মেসি পেনাল্টি নিয়েছেন ১৪২টি। গোল করেছেন ১১১টি। আর মিস করেছেন ৩১টি।
এমএইচ//