খেলাধুলা

অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

ছবি: আইসিসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। চ্যাম্পিয়নস ট্রফির এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আফগানিস্তান। লাহোরে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। 

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে হাশমতউল্লাহ শহীদির দল।

আফগানদের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এসেছে সেদিকুল্লাহ আতাল এর ব্যাট থেকে। এই ব্যাটার ৩ ছক্কা ও ৬ চারে ৯৫ বলে ৮৫ রান করেন। সেঞ্চুরি মিস করলেও দলের রান এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এসেছে আজমতউল্লাহ ওমরজাই এর ব্যাট থেকে। ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ ব্যাট করেন তিনি। আজমতউল্লাহ আজ খেলেছেন ৫  ছক্কা ও ১ চারে ৬৩ বলে ৬৭ রানের ইনিংস।

এছাড়াও বাকি ব্যাটাররাও কিছু কিছু অবদান রেখেছেন। এতে অস্ট্রেলিয়াকে বেশ চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে আফগান দল।

অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে বেন দারউইশ সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়াও স্পেনসার জনসন ও অ্যাডাম জাম্পা ২ টি করে উইকেট সংগ্রহ করেন। ১ টি করে উইকেট নিয়েছেন নাথান এলিস ও গ্লেন ম্যাক্সওয়েল।

এমএইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানিস্তান | অস্ট্রেলিয়া