আন্তর্জাতিক

ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইহুদিদের প্রতি ঘৃণা প্রদর্শন ও ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করা বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে গেলো জানুয়ারিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   

চারটি ইহুদি সংগঠন- মাদার্স অ্যাগেইনেস্ট কলেজ অ্যান্টিসেমিটিজম (মাকা), শিকাগো জিওস অ্যালায়েন্স, বেটার ও কালেক্টিভ সার্ভেইল্যান্স নেটওয়ার্ক- ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনগুলো বলছে, ট্রাম্পের এ সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে ইহুদিদের প্রতি বিদ্বেষ দূর করা যাবে।

শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

গেলো ৭ ফেব্রুয়ারি মাদার্স অ্যাগেইনেস্ট কলেজ অ্যান্টিসেমিটিজমের (মাকা) প্রতিষ্ঠাতা এলিজাবেথ র‍্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলেন, যদি ছাত্ররা ভিসায় এখানে (যুক্তরাষ্ট্র) আসে এবং তারা যদি আমাদের বাচ্চাদের বিরক্ত করে, তবে তাদের ফেরত পাঠানো উচিত।     

অন্যদিকে, ইহুদিদের সংগঠন বেটার বলছে, নিজ দেশে ফেরত পাঠাতে ইহুদি বিদ্বেষ পোষণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের একটি তালিকা তারা ট্রাম্প প্রশাসনের কাছে জমা দিয়েছেন। তবে এই রকম তালিকা সংবাদ সংস্থা রয়টার্সকে দিতে পারেনি সংগঠনটি। তবে মুখপাত্র ড্যালিয়েল লেভি বলেন, আমরা খুশি যে, ট্রাম্প প্রশাসন এ ধরনের প্রক্রিয়া শুরু করেছেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন মন্তব্য করেনি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলার পর উপত্যকাটিতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরাইলি সামরিক বাহিনী। এই অভিযানের বিরুদ্ধে আন্দোলনে নামে যুক্তরাষ্ট্রের কলেজগুলোর শিক্ষার্থীরা।    

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিনের | যুক্তরাষ্ট্র