‘রামায়ণ’ নীতেশ তিওয়ারির জন্য স্বপ্নের প্রকল্প। পৌরাণিক মহাকাব্য অবলম্বনে নির্মিত ছবিতে রাম-সীতারূপে পর্দায় আসবেন রণবীর কাপুর ও সাই পল্লবী। তবে নীতেশ তিওয়ারির সবচেয়ে বড় চমক লঙ্কাপতি রাবণের ভূমিকায় তামিল সুপারস্টার যশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ রাবণের চরিত্রে অভিনয় করা নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন।
রাবণের চরিত্রে তামিল অভিনেতা যশের নামটি দর্শকের জন্য বড় ধরনের চমক । সাধারণত বড় পর্দার সুপারস্টাররা নিজেদের নেতিবাচক চরিত্র থেকে দূরেই রাখেন। তবে সেখানে রাবণের চরিত্রে যশের মতো সুপারস্টার কিভাবে অভিনয় করছেন, তা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। আর সেই প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন তিনি নিজে।
ইন্ডিয়া টু’ডেকে এক সাক্ষাৎকারে যশ বলেছেন, ‘রাবণের চরিত্রটি আমার জন্য এক অন্য রকম অনুভূতির। আমি অন্য কোনো কারণবশত এ চরিত্রে অভিনয় করছি তা নয়। আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন যে রাম বা অন্য কোনো চরিত্রে আমি অভিনয় করতে চাইব কি না। তাহলে জবাবে সরাসরি না করে দেব। সত্যি বলতে রাবণের ভিন্ন ভিন্ন রুপ রয়েছে আর তাই এই চরিত্রে অভিনয় করার জন্য আমি উৎসাহী।
‘রামায়ণ’ ছবির শুটিং গত বছর থেকেই শুরু হয়ে গেছে। কিছুদিন আগে যশ মুম্বাইয়ের অক্ষা বিচে এই ছবির শুটিং শুরু করেছেন। রণবীর ও সাই পল্লবী নিজের অংশের শুটিং সম্পূর্ণ করেছেন। এখন যশ এই ছবির শুটিংয়ে ব্যস্ত। ‘রামায়ণে’ হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। তাঁরা ছবিটি দুই ভাগে রিলিজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ভাগটি মুক্তি পাবে ২০২৬ সালের ৬ নভেম্বর আর শেষ ভাগটি আসবে ২০২৭ সালে। জানা গেছে, ‘রামায়ণ’ ছবির বাজেট ৮০০ কোটি মতো।
এসকে//