বলিউডের তারকা দম্পতি রণবীর-আলিয়া জুটির একমাত্র মেয়ে রাহা। প্রায় সময়ই তারকা জুটির সাথে দেখা যায় এই স্টার কিডকে। মেয়ের অনেক ছবি মা আলিয়া সামাজিক গণমাধ্যমে শেয়ার করে। কিন্তু হঠাৎ করে কেন এমন করলেন মা আলিয়া তা নিয়ে চলছে নানা সমালোচনা।
গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, আলিয়া ভাটের মেয়ে রাহার জন্মের দীর্ঘদিন পরে ইনস্টাগ্রামে শেয়ার করে তার মুখ প্রকাশ্যে আনেন। সেই ছবিগুলো তার ভক্ত অনুরাগীরাও দেখার অপেক্ষায় ছিলেন।
সম্প্রতি এই বলিউড অভিনেত্রী মেয়ে রাহার প্রায় সব ছবি মুছে ফেলেছেন সামাজিক মাধ্যম থেকে। তবে বছরের নতুন দিন উদযাপনের সময় রণবীর-আলিয়ার কোলে মুখ দেখা যাচ্ছে না রাহার এমন একটি ছবি রয়েছে ।
আলিয়ার এমন সিদ্ধান্তে সোরগোল উঠেছে বলিপাড়ায়। অনেকে ভাবছে, মেয়ের সুরক্ষার কথা মাথায় রেখে মা আলিয়া মেয়ের ছবি সরিয়ে দিয়েছেন।
জানা গেছে, বেশ কয়েকদিন আগে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার পর বলিউডে নিরাপত্তা ইস্যুতে আতঙ্ক রয়েছেন বলিউড তারকারা। সাইফ আলীর হামলার ঘটনায় প্রথমে হামলাকারীদের কারিনা-সাইফের ছোট ছেলে জেহরের ঘরে ঢোকার চেষ্টা করেছিল। তবে তার কেয়ার টেকার কোনমতে জেহরকে নিরাপদ স্থানে নিয়ে যান।
ঘটনাটিতে শুধু সাইফ-কারিনাই নয়, সতর্ক হয়েছেন আলিয়াও। অনেক গণমাধ্যম জানিয়েছে, মা আলিয়া রাহার সুরক্ষার কথা ভেবেই সামাজিক গণমাধ্যম থেকে ছবি মুছে ফেলেছেন।
বলিউডের অন্যতম জুটি রণবীর-আলিয়া ২০২২ সালের শুরুতে ভালোবেসে বিয়ে করেন। সেই একই বছরের শেষে তাঁরা বাবা- মা হন। আর সেই ছোট থেকেই মেয়ে রাহাকে দেখা যেত বাবা-মার সাথে।
এসকে//