আন্তর্জাতিক

রোজার মধ্যেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বৃদ্ধিতে হামাসের অস্বীকৃতির পর রোববার গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরাইল। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ গেলো শনিবার শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রোববার প্রথম ধাপের মেয়াদ বৃদ্ধি করে ইসরাইল। তবে উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাস এই প্রস্তাবে রাজি নয়। ফলে সকাল থেকে গাজা উপত্যকায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধের ঘোষণা দেয় ইসরাইল।  

গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতিটি হবে তিনটি ধাপে। প্রথম ধাপের মেয়াদ হবে ৪২ দিন। প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে।   

দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি অনুযায়ী গাজা থেকে ইসরাইল বাহিনী প্রত্যাহার এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে হামাস। তবে এখনো এই আলোচনা শুরু করেনি। এর বদলে প্রথম ধাপের মেয়াদ বর্ধিত করে ইসরাইল।       

ইসরাইল যুদ্ধবিরতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে জানিয়ে হামাস বলছে, গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ করে দেওয়া নির্যাতনের এক সহজ উপায়, যুদ্ধাপরাধ ও চুক্তির ঘোরতর লঙ্ঘন।

 

এনএস/  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন যুদ্ধবিরতি