চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের ইউয়ানশুই নদীতে জাহাজ ও ফেরির সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। গেলো মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইউয়ানলিং কাউন্টির চিংলাং শহরের কাছে এ ঘটনা ঘটে। তবে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হতে কয়েকদিন লেগে যায়।
শনিবার (১ মার্চ) চায়না ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মনিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানা যায়, নদীতে পরে থাকা তেল পরিষ্কার করতে থাকা জাহাজ যাত্রীবাহী ফেরীর পিছনে এসে ধাক্কা দেয়। এতে এ সময় ফেরিটি ডুবে যায় ও আরোহী ১৯ জন পানিতে পড়ে যায়। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে নদীটি প্রায় ১৬০০ ফুট প্রশস্ত ও ২০০ ফুটেরও বেশি গভীর।
শুক্রবার কয়েকশ উদ্ধারকারী নদীর তলদেশ থেকে ফেরিটির ধ্বংসাবশেষ উদ্ধার করেন। যদিও তল্লাশি ও উদ্ধারকাজ অব্যাহত আছে, তবুও উত্তাল স্রোতের কারণে অভিযানটি চ্যালেঞ্জিং হয়ে আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনার প্রকৃত কারণ জানতে চীনের জরুরি মন্ত্রণালয় একটি বিশেষ দল পাঠিয়েছে।
এমএ//