বিনোদন

ভালবাসার মানুষকে প্রকাশ্যে আনলেন হিল্লোল

বিনোদন

ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় দুই তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ ১২ বছর আগে গোপনে বিয়ে করলেও বিয়ের কোন ছবি গণমাধ্যমে প্রকাশ করেননি। তাদের বিয়ে করে সংসারজীবনের ঘটনা প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করতে বাধ্য হন

গেল ১ মার্চ তারকা দম্পতির বিবাহবার্ষিকী ছিলযুক্তরাষ্ট্রে কন্যাসন্তানসহ জনপ্রিয় তারকা দম্পতি স্থায়িভাবে থাকেন। সেদিন হিল্লোল তাঁদের বিয়ের দিনে তোলা সেই ছবি প্রকাশ করেছেন। অপ্রকাশিত সেই ছবি প্রকাশের পর থেকে ভক্তদের অভিনন্দনের শেষ নেই।

বিয়ের দিনে তোলা ছবিটি প্রকাশ করে হিল্লোল তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের বিয়ের দিনের ছবি কোনো দিন সামাজিক গণমাধ্যমে শেয়ার করা হয়নি। সত‍্যি কথা বলতে, আমাদের পথচলার ১২টি বছর কোন দিক দিয়ে যে চলে গেল, বুঝতেই পারলাম না। সুস্থ থাকো, সুন্দর থাকো। আর এভাবেই আমার পাশে আমার ছায়া  এবং শক্তি হয়ে বাকিটা জীবন থেকো ।মৌ তোমাকে ১২তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।

একইভাবে হিল্লোল স্ত্রী একই দিনে বিবাহবার্ষিকীর পুরোনো একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, একসঙ্গে আমাদের যত ছবিই থাকুক না কেন, কোনো না কোনো কারণে এই ছবিটিই আমার কাছে সবচেয়ে প্রিয়। তোমাকে ১২তম বিবাহবার্ষিকীর

তুমি আমার কাছে অসাধারণ রকমের মানুষ যে বিশেষ দিনগুলোকে মনে রাখো। এমনকি তোমার রয়েছে অন্য রকম এক ব্যক্তিত্ব, যা আমার অনেক প্রিয়। তোমার অসাধারণ সুন্দর মনের জন্য আমি কৃতজ্ঞ, যেটাকে আমার শান্তির নীর মনে করি।

ফুড ব্লগিং এবং বিভিন্ন ইভেন্টের কাজে বছরে বেশ কয়েকবার হিল্লোলকে দেশে আসতে হয়। তবে নওশীন অনেক দিন পরই দেশে আসেন। যদিও দুজনেই জানিয়েছেন, মনের মতো চরিত্র পেলে আবার তাঁরা অভিনয়ে ফিরবেন। অভিনয়ের নেশা এখনো তাঁদের রয়েছে। মনের মতো ইভেন্ট বা শো পেলে নওশীন উপস্থাপনার মঞ্চেও ফিরবেন। বড় পর্দায় ‘হ্যালো অমিত’ চলচ্চিত্রে হিল্লোল ও নওশীন জুটি হয়ে একসঙ্গে কাজ করেছিলেন। সেই থেকে মোবাইল ফোনে হিল্লোল মৌ নামে এবং নওশীন অমিত নামে সেভ করে রেখেছেন।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ