স্কি ছুটিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারকে ‘অজ্ঞাত স্থানে’ সরিয়ে নেয়া হয়েছে। শনিবার (১ মার্চ) পরিবারের সঙ্গে ভারমন্ট রাজ্যে ছুটিতে গেলে একদল ইউক্রেন সমর্থক বিক্ষোভকারী তাকে ঘিরে ফেলেন। ফলে সেই ছুটি বাধাগ্রস্ত হয়। ওভাল অফিসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনাপূর্ণ বৈঠকের পরই এই বিক্ষোভ শুরু হয়।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে , জেলেনস্কির সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থানীয় সময় শনিবার স্কি ছুটি কাটাতে পরিবারসহ ভারমন্ট রাজ্যে যান জেডি ভ্যান্স। তবে সেখানে কয়েকশ’ ইউক্রেনপন্থি বিক্ষোভকারীদের সম্মুখীন হন জেডি ভ্যান্স।
বিক্ষোভকারীরা ভ্যান্সকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় গালিগালাজ করে। অনেকে হাতে প্ল্যাকার্ড ধরেছিলেন। যেখানে লেখা ছিল ‘নাৎসি স্কাম’, বিশ্বাসঘাতক ‘রাশিয়ায় গিয়ে স্কি কর।’
খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত করতে গত শুক্রবার বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে ওই বৈঠকে ব্যাপক বাগবিতণ্ডা হয়।