ক্রিকেট

নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে ভারত।  এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমিফাইনালে পা রাখলো রোহিত শর্মার দল। ফাইনালে উঠার লড়াইয়ে ভারত প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বি গ্রুপের দ্বিতীয় দল অস্ট্রেলিয়াকে।

রোববার (২ মার্চ) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে ভারত।

দলটির হয়ে সর্বোচ্চ ৯৮ বলে ৭৭ রান করেন শ্রেয়াস আইয়ার। এছাড়াও অক্ষর প্যাটেল ৬১ বলে ৪২ ও হার্দিক পান্ডিয়া করেন ৪৫ বলে ৪৫ রান।

 

জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।   কিউইদের হয়ে সর্বোচ্চ ১২০ বলে ৮১ রান করেন কেইন উইলিয়ামস। 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস