লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৯৭তম অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) মঞ্চে হলিউড অভিনেতা কেইরান কালকিনের এক মন্তব্য নিয়ে সরগরম রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।
‘আ রিয়াল পেইন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জয় করেন কেইরান কালকিন। পুরস্কার গ্রহণের সময় তার দেওয়া বক্তব্যে দর্শকরা হাসিতে ফেটে পড়েন।
রবার্ট ডাউনি জুনিয়রের হাত থেকে পুরস্কার নেওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে রসিকতা করে তিনি বলেন, "হে ঈশ্বর, এটা দারুণ! আমি জানতামও না! অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এটা বিশাল প্রাপ্তি।"
এরপর নিজের ব্যক্তিগত জীবনের এক মজার ঘটনা শেয়ার করেন তিনি। বলেন, "জ্যাজের (তার স্ত্রী) সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সন্তান নিয়ে। দয়া করে কেউ মিউজিক চালিয়ে দেবেন না, আমি এটা সবাইকে বলতে চাই।"
তিনি জানান, ‘এক বছর আগে আমি জ্যাজকে বলেছিলাম, আমাদের তৃতীয় সন্তান চাই। জ্যাজ তখন বলেছিল, 'ঠিক আছে, কিন্তু শর্ত একটাই—তুমি যদি এমি পুরস্কার জিততে পারো, তাহলে তৃতীয় সন্তানের জন্য রাজি হবো।' ও ভাবেনি আমি জিততে পারব! কিন্তু যখন আমি এমি জিতলাম, শো শেষে পার্কিং লটে গিয়ে জ্যাজ বলল, ‘ওহ না! এবার তো আমাকে সত্যিই তৃতীয় সন্তান আনতে হবে!’’
কেইরান আরও যোগ করেন, ‘তখন আমি বললাম, ‘আমি চার নম্বর সন্তানও চাই!’ কিন্তু জ্যাজ তখন বলল, ‘ওকে, তাহলে তুমি যদি অস্কার জিততে পারো, তবে আমি চতুর্থ সন্তান নেব।’
তার এই মজার বক্তব্যে অস্কার মঞ্চে থাকা দর্শকরা হেসে ওঠেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
এমএ//