ইংলিশ প্রিমিয়াম লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের খেলোয়াড়। অচিরেই বাংলাদেশের জার্সি জড়ানো হামজাকে দেখা যাবে বাংলাদেশ ফুটবল দলের সাথে। ১৮ মার্চ তার দেশে আসা অনেকটা চূড়ান্ত। তবে তিনি দেশে এসে ঢাকা নয় সিলেটের ওসমানী বিমানবন্দরে পদার্পণ করে শুরু করবে তার বাংলাদেশের অভিযান।
জানা গেছে হবিগঞ্জের পিতৃভূমিতে পরিবারসহ একদিন কাটানোর ইচ্ছা রয়েছে হামজার। বাফুফে সূত্রে জানা গেছে, সেই সফর চূড়ান্ত হলে পরিবারসহ সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন হামজা চৌধুরী। বাফুফে সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সফর চূড়ান্ত হলে পরিবারসহ সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন হামজা চৌধুরী।
তিনি সিলেটে অবতরন করলে হবিগঞ্জ থেকে ঢাকা এসে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়ে ২০ মার্চ দলের সঙ্গে ভারত সফরে যাবেন।
বাফুফে সূত্রে জানা যায়, হামজাকে বরণে বর্ণাঢ্য পরিকল্পনা থাকলেও হাতে সময় কম থাকায় সেই আয়োজনের সম্ভাবনাও কম রয়েছে।
সূত্রের দাবি, হবিগঞ্জ সফরের সম্ভাবনা খুব বেশি হওয়ায় এখন সেটি বাস্তবায়নের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শিলংয়ে ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এমএ//