পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ার মিথ্যা অভিযোগ তুলে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং অশ্লীল ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। এছাড়া ওই ভিডিও ছড়িয়ে দেয়া হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদার দাবি করেছে একই এলাকার কিছু বখাটে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলাপাড়া উপজেলার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার চারদিন পর আজ ভুক্তভোগীরা এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম।
ভুক্তভোগী নারী অভিযোগে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার দ্বিতীয় স্বামী শামিমকে নিয়ে মোটরসাইকেল যোগে তেগাছিয়া থেকে ডাক্তার দেখানোর জন্য চাপলী বাজারের উদ্দেশ্যে রওনা দেন। এসময় তুলাতলী এলাকায় পৌঁছলে ওই এলাকার বখাটে সাইফুল,বশির, স্বপন ও নুর আলমসহ ১০ যুবক তাদের মোটরসাইকেল থামিয়ে বেধড়ক মারধর শুরু করে।এসময়ে তার নিজের ও তার স্বামীর পড়নের কাপড় ছিড়ে ফেলা হয়। পরে তাদের পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে ফের মারধর করে এবং তার স্পর্শকাতর স্থানে হাত দিয় শ্লীলতাহানি করে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, তুলাতলী এয়াকার একটি ফাঁকা জায়গায় তাদের মোটরসাইকেল থামাতে কয়েকজন যুবক সংকেত দেন। মোটরসাইকেল ঠিকমতো থামানোর আগেই ওই যুবকেরা তাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের একটি বিলের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ত্রী ও তার বিবস্ত্র অবস্থার ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও দেখিয়ে এক লাখ টাকা দাবি করে ওই বখাটেরা।
কলাপাড়া থানার ওসি জানান,এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
আই/এ