বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসিকে সহায়তা করবে নৌবাহিনী। নাবিকরা কেবল দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের মধ্যেই সিমাবদ্ধ নয়, দেশের যেকোন সংকট মোকাবেলায় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর কলাপাড়া বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি নবীন নাবিকদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতিতে নৌবাহিনীর গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। এসময় দেশের সেবায় ও নৌবাহিনীর পেশাগত দায়িত্বে যোগ্যতা বৃদ্ধির আহ্বান জানান।
তিনি বলেন, নাবিকদের দায়িত্ব শুধুমাত্র সামরিক কার্যক্রম নয়। সংকটময় সময়ে জনজীবন রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায়ও অবদান রাখতে হবে।
নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন, নবীন নাবিকরা ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষা ও নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন।
এর আগে নৌবাহিনী প্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। নৌবাহিনীর নবীন নাবিকদের ২২ সপ্তাহব্যাপী বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজ উপভোগ করেন।
কুচকাওয়াজ শেষে তিনি নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নবীন নাবিক রিজান মোল্লা সর্বোচ্চ উৎকর্ষের জন্য ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন। মোঃ মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং মোঃ হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন। ৪১৭ জন নবীন নাবিক কঠোর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হন।
কুচকাওয়াজে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনার গণ্যমান্য সুধী ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আই/এ