নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে বসানো গরুর হাটের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত জন গুরুতর আহত হয়েছেন। এ সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে একপক্ষ।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ সদর ইউনিয়নের শিমুলিয়া গরুর হাটে এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নারায়ণগঞ্জ জেলা সাবেক সহ-সাধারণ সম্পাদক জসিম মিয়ার সঙ্গে স্থানীয় বিএনপি নেতা মামুন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার মধ্যে বিরোধ চলছিল।
আজ সাপ্তাহিক গরুর হাটে হাসিল তুলতে জসিম মিয়ার লোকজন অবস্থান নেন। এ সময় মামুন ও মানসুরসহ তাদের অনুসারীরা এসে জসিমের লোকজনকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে দুপুর ১টার দিকে মামুন ও মানসুরের নেতৃত্বে ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে জসিমের লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জসিমের ছোট ভাই মহসিন, তার অনুসারী সবুজ ও রিপনসহ সাত জনকে কুপিয়ে জখম করেন। এ সময় একপক্ষ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ারও ঘটনা ঘটে। এতে পুরো হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীসহ ক্রেতারা ছোটাছুটি করে নিরাপদ স্থানে যান।
আহতদের উদ্ধার করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জেলা জাসাসের সাবেক সহ-সাধারণ সম্পাদক জসিম মিয়া ও ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার সাথে গণমাধ্যমক একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাতে সাড়া মেলেনি।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বসানো গরুর হাটের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনও কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আই/এ