ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ২৬৪ রানে গুটিয়ে যায় অজিরা। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রানেই আউট হন দুই ওপেনার।  ১১ বলে ৯ রান করে শুভমান গিল আউট হবার পর ২৯ বলে ২৮ রান করে ফেরেন রোহিত শর্মা।

এরপর তিনে নামা বিরাট কোহলি এগিয়ে যেতে থাকেন শ্রেয়াস আয়ারকে নিয়ে।  ৬২ বলে ৬৫ রান করে শ্রেয়াস আউট।  এরপর ৩০ বলে ২৭ রান করে ফেরেন অক্ষয় প্যাটেল।

সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরে যান বিরাট।  ৯৮ বলে ৮৪ রানে থামেন তিনি। শেষ দিকে লোকেশ রাহুলের অপরাজিত ৩৪ বলে ৪২ ও হার্দিক পান্ডিয়ার ২৪ বলে ২৮ রানের ইনিংসে সহজ জয় পায় ভারত।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। ৯ বল খেলে খালি হাতে ফেরেন কোপার কনোলি 

এরপর স্টিভেন স্মিথকে নিয়ে রান তুলতে থাকে টাভিস হেড। তবে ৩৩ বলে ৩৯ রান করে আউট হন তিনি। তিনে নামা লাবুশেন আউট হন ৩৬ বলে ২৯ রান করে। ১২ বলে ১১ রান করেন জস ইংলিশ।

৬৮ বলে ফিফটি তুলে ৯৬ বলে ৭৩ রান করে বোল্ড আউট হন অজি অধিনায়ক স্মিথ। ৫ বলে ৭ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।  

ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন অ্যালেক্স ক্যারি। ৪৮ বলে ফিফটি তুলে নেন তিনি। ৪৮তম ওভারে এই উইকেটরক্ষক ব্যাটার রান আউট হবার আগে করেন ৫৭ বলে  ৬১ রান।

শেষ দিকে বেন ডারশুইস ৭, নাথান ইলস ১০ এবং ৭ রান করে অ্যাডম জাম্পা আউট হলে ৩ বল হাতে থাকতে ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে মোহাম্মদ শামি সর্বোচ্চ ৩ টি,  বরুণ চক্রবর্তী ও রবিন্দ্র জাদেজা ২টি আর হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল নেন একটি করে উইকেট।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ট্রেলিয়াকে | ভারত