বিএনপি

শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদের সঙ্গে সংগঠিত অপ্রীতিকর ঘটনার অভিযোগে বিএনপি নেতা শহীদুল হক শহীদকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটি। তিনি মহানগর দক্ষিণের ওয়ারী থানার ৩৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৪ মার্চ) মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে , অভিযুক্ত শহীদকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশনা দেয়া হয়।

গতকাল সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ভুলবশত ঢালাইয়ের ওপর পা রাখেন।

এ সময় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তী সময়ে তা উত্তেজনায় রূপ নেয়। জবি শিক্ষার্থীদের অভিযোগ ৩৮নং ওয়ার্ড বিএনপি নেতা শহীদুল হক শহীদের নেতৃত্বে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এতে অন্তত ৭ শিক্ষার্থী আহত হন। আহতরা ঢাকা মেডিক্যাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন জবি | বিএনপি