ক্লাব বিশ্বকাপ ২০২৫ এর প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। এই প্রাইজমানির পরিমাণ শুনে অনেকের চক্ষু চড়কগাছ হতে পারে। কাতার বিশ্বকাপ ২০২২ এ যে প্রাইজমানি ছিল, তার দ্বিগুণের বেশি ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি।
আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। এখানে প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ১০০ কোটি ডলার। গত ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার।
ফিফা বিবৃতিতে জানায়, মোট ৩২ দল নিয়ে আয়োজন করতে যাওয়া ক্লাব বিশ্বকাপ থেকে ২০০ কোটি ডলার আয় হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি মেয়েদের ক্লাব বিশ্বকাপ ২০২৮ সাল থেকে হবে। এমন তথ্যও জানিয়েছে ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি।
এই টুর্নামেন্ট থেকে যে অর্থ আয় হবে, তার সবটা অংশ নেওয়া ক্লাবগুলোতে ভাগ করে দেওয়া হবে। ফিফা কোনো অর্থ নিজেদের কাছে রাখবে না বলে জানিয়েছে।
প্রতিটা দলের জন্য থাকবে প্রাইজমানি। এছাড়াও দলগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে পারফরম্যান্স ফি দেওয়া হবে।
আগামী ১৪ জুন উদ্বোধনী ম্যাচে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামির বিরুদ্ধে মাঠে নামবে মিসরের ক্লাব আল আহলির।
এমএইচ//