দেশজুড়ে

নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৬ মার্চ ) সন্ধ্যায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী এলাকায় নৌবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় তল্লাশী চালিয়ে ১টি এক নলা বন্ধুক, ১টি শটগান ও ৬ রাউন্ড তাজা গোলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজার