রাজনীতি

রয়টার্সে সাক্ষাৎকার প্রসঙ্গে নাহিদ

চলতি বছর নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি

ছবি: সংগৃহীত

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় নির্বাচন করা করেন বেশি কঠিন হবে। আমার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে।’

শুক্রবার (৭ মার্চ)  জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সাক্ষাৎকারের কিছু মিসকোট হয়েছে বা ভুল অনুবাদ হয়েছে। সমাজের সচ্ছল মানুষ ও শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করেন। আমরা ক্রাউডফান্ডিংয়ের দিকে যাচ্ছি। এর মাধ্যমে আমরা দলীয় কার্যালয় ও নির্বাচনের ফান্ড গঠন করব। এটার ভুল অনুবাদ এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এটা সংশোধনের অনুরোধ থাকবে।'

তিনি বলেন, দেশের বর্তমান পুলিশ প্রশাসনের সুষ্ঠ নির্বাচনের অভিজ্ঞতা নেই। দীর্ঘদিন তাদের সক্ষমতার পরীক্ষা হয় না। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেজন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে করে নারী নিপীড়নকারীদের যথাযথ বিচারের আওতায় আনা হয়।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই ও আগস্টের সব অংশীজনদের নিয়ে আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার পার্টির আয়োজন করা হবে। সারা দেশের সব অংশীজনরা তাতে অংশ নেবেন। পরদিন ১১ মার্চ দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশিষ্টজনদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হবে

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন রয়টার্স | এনিসিপি | নাহিদ ইসলাম