আন্তর্জাতিক

মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

জান্তা প্রধান জেনারেল মিং অং হ্লাইং

জাতিগত সংঘাতে জর্জরিত বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারে ২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটির জান্তা প্রধান জেনারেল মিং অং হ্লাইং এই নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। শনিবার (৮ মার্চ) রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সফরে বর্তমানে বেলারুশে আছেন জান্তা প্রধান জেনারেল মিং অং হ্লাইং। নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে জানিয়ে হ্লাইং বলেন , ৫৩টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে।  

বেলারুশের রাজধানী মিনস্কোতে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকোর সঙ্গে শুক্রবার একটি বৈঠক করেন মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হ্লাইং। ওই বৈঠকে বেলারুশ থেকে নির্বাচন পর্যবেক্ষণকারী দল পাঠাতে লুকাশেংকোকে আহ্বান জানান হ্লাইং। 

ভোটে কারচুপির অভিযোগ এনে ২০২১ সালে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ওই নির্বাচনে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়লাভ করেছিলো।

ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটির বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে । 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমারে | নির্বাচনের