জাতীয়

ধর্ষণের শিকার সেই শিশুকে সিএমএইচে স্থানান্তর

ছবি: সংগৃহীত

মাগুরায় বড় বোনের বাড়ি গিয়ে ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।

শনিবার (৮ মার্চ) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে সিএমএইচের দিকে রওনা হয় একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়,  বিকেল ৫টা নাগাদ শিশুটিকে ঢামেক হাসপাতালের দ্বিতীয়তলার পেডিয়াট্রিক আইসিইউ থেকে বের করে আনা হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক ও নিরাপত্তাকর্মীরা তাকে স্ট্রেচারে করে মেডিক্যালের বাগান গেটে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যান। এ সময় অ্যাম্বুলেন্সের চারপাশে উৎসুক জনতার ভিড় ছিল।

ঢামেক উপ-পরিচালক আশরাফুল আলম জানান, ‘মেডিক্যাল বোর্ডের সুপারিশক্রমে ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদের নির্দেশনা অনুয়ায়ী দ্রুততম সময়ে শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেয়া হয়। সঙ্গে মেডিক্যাল টিম রয়েছে।

এর আগে আজ সকালে মাগুরা সদর থানায় শিশুর মা বাদি হয়ে চারজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার চার আসামিকে আগেই গ্রেপ্তার করে পুলিশ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সিএমএইচ