তিন ঘণ্টা পেরিয়ে গেলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিট কাজ করছে। পাশাপাশি যোগ দিয়েছে সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সন্ধ্যা দাড়ে ৬ টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে আধুনিক সরঞ্জামের সহায়তা নিতে দেখা গেছে। ওপর থেকে পানি দেয়ার জন্য ফায়ার সার্ভিসকে মইবাহী গাড়ি বা টার্ন টেবিল ল্যাডার ব্যবহার করতে দেখা গিয়েছে। এছাড়া রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট লুফ ৬০ ব্যবহার করা হচ্ছে।
আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন ফায়ার কর্মী ও আনসারের সদস্য দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান বলেন, এখন পর্যন্ত ঘটনাস্থলে তাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
এদিকে আগুনের ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল সাময়িক বন্ধ আছে। ঢাকাগামী ৮ টি ফ্লাইট চট্রগ্রাম ও কোলকাতা বিমান বন্দরে অবতরণ করেছে। ঢাকাগামী সব বিমানকে সিলেট ও চট্রগ্রাম বিমান বন্দরে অবতরণ করতে বলা হয়েছে।
আই/এ