লাইফস্টাইল

ঈদের স্টাইল ও আরামের সেরা সংমিশ্রণ: সালোয়ার-কামিজ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঈদের দিন সকালটা থাকে আবেগে পরিপূর্ণ। নতুন পোশাকের মোড়ক খুলে নিজেকে সাজানো এবং আতরের মিষ্টি গন্ধে ঘেরা সেই বিশেষ মুহূর্তটি চিরকাল মনে থাকে। মেয়েদের পোশাকের মধ্যে সালোয়ার-কামিজ সবসময় প্রথম পছন্দ। এটি এমন একটি পোশাক, যা সকল বয়সের মেয়ের জন্য উপযুক্ত। তবে এবারের ঈদে কেমন সালোয়ার-কামিজ পরলে সবচেয়ে স্টাইলিশ এবং আরামদায়ক লাগবে? কেমন হতে পারে এবারের ফ্যাশন ট্রেন্ড।আসুন জেনে নেই। 

সালোয়ার-কামিজের প্রতি চাহিদা কখনও কমেনি। পরিবর্তন এসেছে কেবল ডিজাইন ও প্যাটার্নে। এই ঈদে গরমের তীব্রতা মাথায় রেখে হালকা কাপড়ের সালোয়ার-কামিজ বা কুর্তি বেশি জনপ্রিয়, যেমন লিনেন, কটন, মসলিন ও সফট জর্জেট।

ঈদের পোশাকের আরামও গুরুত্বপূর্ণ। মসলিন, কটন, লিনেন, জর্জেট এবং শিফন কাপড়ের সালোয়ার-কামিজ বেশ চলতি, কারণ এগুলো গরমের দিনে আরামদায়ক এবং আয়রন-ফ্রি হওয়ায় সুবিধাজনক।

এবার ঈদে মিরর ওয়ার্ক ও চিকনকারি কামিজের চাহিদা বেড়েছে। বিশেষ করে অফ-হোয়াইট, ল্যাভেন্ডার বা রানী গোলাপি রঙের সিলভার ও গোল্ডেন থ্রেডওয়ার্কের কামিজ বেশ ট্রেন্ডি। এছাড়া কেপ স্টাইল এবং কাটআউট ডিজাইনের পোশাকও ফ্যাশন সচেতনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ঈদের ফ্যাশনে প্যাস্টেল রঙ যেমন গোলাপি, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার এবং উজ্জ্বল লাল, নীল ও বেগুনি রঙের পোশাক বেশ চলছে। এসব রঙের সালোয়ার-কামিজে সোনালি বা সিলভার এমব্রয়ডারি বিশেষ আকর্ষণ যোগ করে।

হ্যান্ড এমব্রয়ডারি ও ব্লক প্রিন্টের কাজ এবারের ঈদের ট্রেন্ডে থাকছে। পাশাপাশি সালোয়ার-কামিজের সঙ্গে বাহারি ওড়না এখন বেশ জনপ্রিয়।

ঈদ উপলক্ষে ফ্যাশন হাউসগুলো নানা রঙ, ডিজাইন এবং কাপড়ে সালোয়ার-কামিজ তৈরি করেছে, যেমন স্ট্রেইট সালোয়ার, শারারা সালোয়ার, গাউন স্টাইল স্যুট এবং ডাবল লেয়ারড স্যুট।

ঈদে আপনার স্টাইল এবং আরাম নিশ্চিত করতে, বেছে নিন ট্রেন্ডি এবং আরামদায়ক সালোয়ার-কামিজ। ফ্যাশন হাউসগুলোতে এখন নানা ডিজাইন ও রঙের পোশাক পাওয়া যাচ্ছে, তাই দ্রুত নিজের পছন্দের সালোয়ার-কামিজটি নির্বাচন করুন এবং ঈদকে আরও স্টাইলিশ করে তুলুন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদে | নতুন পোশাকে