খেলাধুলা

ফাইনাল খেলে অবসর নেবেন রোহিত! যা বললেন গিল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ খেলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবসরের ঘোষণা দেবেন? এই প্রশ্ন বারবার উঠছে বিভিন্ন মাধ্যমে। প্রশ্ন উঠলেও অবশ্য সরাসরি উত্তর মিলছে না।

শনিবার (৮ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন শুবমান গিল।

গিলের কাছে প্রশ্ন করা হয়, রোহিতের অবসর প্রসঙ্গে। গিল অবশ্য জানিয়েছেন, অধিনায়কের সঙ্গে এসব নিয়ে কথা হয়নি। রোহিত নিজেও এ বিষয়ে কোনো আলোচনা করেননি তাদের সাথে।

এই ভারতীয় ওপেনার বলেন, আমরা এটা আলোচনা করিনি। সব আলোচনা হয়েছে কীভাবে ম্যাচ জেতা যায় তা নিয়ে। এবং আমাদের ম্যাচ জিততে কী করা উচিত। সে এসব নিয়ে দলের সঙ্গে বা আমার সঙ্গেও কথা বলেনি। আমার মনে হয়, সে চ্যাম্পিয়নস ট্রফি জয় নিয়ে প্রথমে চিন্তা করছে।

এরপর তিনি যোগ করেন, ‘আমার মনে হয়, আগামীকাল যখন ম্যাচটি  শেষ হবে, সে কোনো কিছু জানাতে পারে। তবে আমি দলের কারও কাছ থেকে এমন কিছু শুনিনি।‘

রোববার (৯ মার্চ) দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন শুবমান গিল | রোহিত শর্মা | চ্যাম্পিয়নস ট্রফি | অবসর | ফাইনাল