চলচ্চিত্র জগৎ থেকে দূরে থাকলেও অপু বিশ্বাস এখনও অনুরাগীদের হৃদয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। সিনেমার কাজ না থাকলেও অন্য অনেক ব্যস্ততার মধ্যে নায়িকা নিয়মিত ভিন্ন ভিন্ন রূপ-সাজে হাজির হচ্ছেন অনুরাগীদের মাঝে।
এবার আসছে ঈদকে কেন্দ্র করে নজরকাড়া লুকে নিজেকে মেলে ধরলেন অপু বিশ্বাস। সম্প্রতি এক ফটোশুটে সোনালি আলোর ব্রাইডাল থিমে লাল-সাদার ট্র্যাডিশনাল কস্টিউমে দেখা যায় অপুকে।
শনিবার (৯ মার্চ) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট দিয়ে ৫টি ছবি শেয়ার করেন তিনি।
ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে আনারকলি গাউনের সঙ্গে লাল ওড়না।
অপুর সাদা এই গাউনটিতে এম্ব্রডারির কাজ যেমন ছিল নজরকাড়া, দোপাট্টা স্কার্ফ হিসেবে লাল ওড়নাও বাড়িয়ে দেয় সৌন্দর্য।
এছাড়া পরনে ছিলো নজরকাড়া অলংকার! ড্যাংগেল ইয়ারিং, রুদ্রানি নেকলেস ও সোনালি আবহের টিকলিতে চোখ ধাঁধিয়ে দিয়েছে অনুরাগীদের।
এই ছবিগুলোর সঙ্গে একটি বার্তাও জুড়ে দেন অপু বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন, 'স্টাইল ইজ আ ওয়ে টু সে হু ইউ আর উইদাউট স্পিকিং'। নায়িকা বোধহয় বোঝাতে চেয়েছেন, নিঃশব্দে নিজেকে প্রকাশ করার একমাত্র উপায় 'স্টাইল'। ক্যাপশনে অপু এও যোগ করেন, 'ঈদ বিশেষ কাজ'।
এমএ//