তপ্ত হচ্ছে বাতাস, বেড়েছে রোদের দহন। সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। ইতোমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা আরও বাড়তে পারে সামনের দিনগুলোতে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর—সপ্তাহের শেষ দিকে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (০৯ মার্চ) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে তাপমাত্রা আরও বাড়বে। রোববার দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, পাশাপাশি সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রাও।
আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারও তাপমাত্রা ধাপে ধাপে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের শেষভাগ কিংবা আগামী সপ্তাহের শুরুতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, আর রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
এসি//