আন্তর্জাতিক

লন্ডনের বিগ বেনে উঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে ১৬ ঘণ্টা অবস্থান, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনিস্টার প্রাসাদের এলিজাবেথ টাওয়ারে (বিগ বেন) উঠে ফিলিস্তিনের পতাকা উড়ানোর পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাওয়ারের উঠার ১৬ ঘন্টা পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  রোববার (৯ মার্চ) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের পতাকা নিয়ে টাওয়ারে উঠার পর ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেন ওই ব্যক্তি। তবে তিনি বিগ বেনের চূড়ায় উঠতে পারেনি।   

রোববার ওয়েস্টমিনিস্টার পুলিশ বলছে, উদ্ধারকারীরা ক্রেন নিয়ে ওই ব্যক্তির নিকট যাওয়ার পর কথা বলেন। এর পরে তিনি নেমে আসেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন লন্ডনের | বিগ | বেনে | উঠে | ফিলিস্তিনের | পতাকা | নিয়ে | ১৬ | ঘণ্টা | অবস্থান | অতঃপর |