চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করেছে কিউইরা। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ২৫২ রান।
রোববার (৯ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন নিউজিল্যান্ড। তবে দলীয় ৫৭ রানে ২৩ বলে ১৫ রান করে ফিরে যান উইল ইয়ং। দলীয় ৬৯ রানে ২৯ বলে ৩৭ রান করে ফিরে যান আরেক ওপেনার রাচিন রবীন্দ্র।
তিনে নেমে ১৪ বলে ১১ রান করে আউট হন কেইন উইলিয়ামসন। থিতু হয়েও টিকতে পারেননি টম লাথাম, ৩০ বল খেলে আউট হন ১৪ রানে। এতে ১০৮ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এরপর গ্লান ফিলিপসকে সঙ্গে নিয়ে লড়াই করতে থাকেন ড্যারিল মিচেল কিন্তু ৫২ বলে ৩৪ রান করে ফিরে যান ফিলিপস। তবে অপর প্রান্ত আগলে রেখে ৯১ বলে ফিফটি তুলে নেন মিচেল।
৪৬তম ওভারে ১০১ বলে ৬১ রানের আউট হন মিচেল। ১০ বলে ৮ রান করে ফেরেন মিচেল স্যান্টনার। শেষ পর্যন্ত ব্রাসওয়েলের ৪০ বলের অপরাজিত ৫৩ রানে ভর করে ২৫১ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও কুলদ্বীপ যাদব দুটি এবং রচিন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি নেন একটি করে উইকেট।