চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় ভারত। ফলে ৪ উইকেটে জয় নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল।
রোববার (৯ মার্চ) দুবাইয়ে ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলো ভারত। কোন উইকেট না হারিয়েই ১০০ রান পার করে দলটি। তবে এরপরই শুরু হয় একের পর ছন্দপতন। দলীয় ১০৫ রানে ৫০ বলে ৩১ রান করে ফিরে যান শুভমান গিল। এর পরের ওভারেই মাত্র ১ রান করে আউট হন তিনে নাম বিরাট কোহলি। ৪১ বলে অর্ধশক ছোঁয়া রোহিত শর্মাও ক্রিজে টিকতে পারেননি। দলীয় ১২২ রানে ৮৩ বলে ৭৬ রানে ফিরে যান রোহিত শর্মা।
এরপর জুটি বাঁধেন শ্রেয়াস আইয়ার ও অক্ষয় প্যাটেল। তবে ৬২ বলে ৪৮ রান করে শ্রেয়াস আউট হলে ৪০ বলে ২৯ রান করে আউট হন প্যাটেলও।
শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৮ বলে ১৮ ও কেএল রাহুলের অপরাজিত ৩৩ বলে ৩৪ রানের ইনিংসে সহজ জয় পায় ভারত।