অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন বার্ধক্যজনিত কারণে রোববার (৯ মার্চ) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১০ মার্চ) সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন রুনা খান। সেখানে তিনি লেখেন, "আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।"
সরকারি চাকরিজীবী ফরহাদ হোসেনের জন্ম টাঙ্গাইলের মির্জাপুরের মসদই গ্রামে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সেখানেই তার দাফন সম্পন্ন হতে পারে।
রুনা খানের বাবার মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেত্রী তিন্নি শোক জানিয়ে লিখেছেন,"আঙ্কেলকে হারিয়ে খুব কষ্ট পাচ্ছি, তার আত্মার শান্তি কামনা করি।"
অভিনেত্রী শ্রাবন্তীও গভীর শোক জানিয়েছেন।
এসকে//