খেলাধুলা

পরবর্তী ৮ বছর ক্রিকেটে রাজত্ব করবে ভারত: কোহলি

স্পোর্টস ডেস্ক

ছবি: আইসিসি

নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। এখন পর্যন্ত ৩ বার আইসিসির এই টুর্নামেন্টের মুকুট নিজেদের করে নিল দলটি। তারকা ক্রিকেটার ভিরাট কোহলি ম্যাচ জয়ের পর জানিয়েছেন, পরবর্তী অন্তত ৮ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে যাচ্ছে ভারত।

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। কিউইদের দেওয়া ২৫২ রানের লক্ষ্যমাত্রা বেশ সহজেই পেরিয়ে যায় রোহিত শর্মার দল।

কোহলির ব্যাটে এদিন রান আসেনি। তবে দলকে ফাইনালে তুলতে তার ব্যাট বড় ভূমিকা রেখেছে।

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলে, ‘আপনি যখন চলে যাবেন, আপনি চাইবেন দলকে একটা ভালো জায়গায় রেখে যেতে। আমি এটা অনুভব করি, আমাদের সেই স্কোয়াড আছে, যারা পরবর্তী ৮ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে।‘

এই ব্যাটার আরও বলেন, ‘শুবমান (গিল) ছিল দুর্দান্ত। শ্রেয়াস (আইয়ার) খুবই সুন্দর। কেএল (রাহুল) খেলা শেষ করে এসেছে এবং হার্দিক (পান্ডিয়া) দারুণ করেছে ব্যাটে।‘

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর, চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয় করলো ভারত।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | ভিরাট কোহলি | নিউজিল্যান্ড