আন্তর্জাতিক

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরাইল বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাহমুদ খলিল

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরাইলি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া ফিলিস্তিনি এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন কর্মকর্তারা।  

গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম মাহমুদ খলিল। তিনি স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের ছাত্র। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ম্যানহাটান ক্যাম্পাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্টুডেন্ট ওয়ার্কার্স অফ কলাম্বিয়া লেবার ইউনিয়নের বরাতে সংবাদসংস্থা রয়টার্স সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, মাহমুদ খলিলের স্ত্রী আছে। তিনি মার্কিন নাগরিক এবং আট মাসের অন্তঃসত্ত্বা। মাহমুদ খলিলের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের গ্রিন কার্ড রয়েছে।  

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইল। এই হামলায় সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এর জেরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ফিলিস্তিনিপন্থী ও ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। কয়েক মাস ধরে এই বিক্ষোভ চলে।

আর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি যেসব শিক্ষার্থীরা গেলো বছর তাঁবু স্থাপন করে বিক্ষোভ করছিলো, তাদের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দেন দরবার করছিলো মাহমুদ খলিল। সেই আন্দোলনে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।    

 

এনএস/  

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় | ইসরাইল