আন্তর্জাতিক

দুই ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটেনের দুই কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। মস্কোর এই পদক্ষেপকে ক্ষতিকর ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে যুক্তরাজ্য। সোমবার (১০ মার্চ) এসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলছে, বহিষ্কার হওয়া দুই কূটনীতিক রাশিয়ায় প্রবেশের সময় ভুল তথ্য সরবারহ করেছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিধ্বংসী কর্মকান্ডে যুক্ত ছিলো। তবে এসব অভিযোগের পক্ষে মস্কো কোন প্রমাণ দেয়নি।

বহিষ্কৃত দুই কূটনীতিককে আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়তে হবে। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ভূখণ্ডে কোন ধরনের অঘোষিত ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের কর্মকাণ্ড মস্কো সহ্য করবে না।

আর লন্ডনে থাকা যুক্তরাজ্যের ফরেন অফিস বলেছে, তাদের কর্মীদের বিরুদ্ধে রাশিয়ার এমন অভিযোগ এই প্রথম নয়। তবে রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাজ্য পাল্টা কোন ব্যবস্থা নিবে কি না সে ব্যাপারে বিবৃতিতে কিছু জানানো হয়নি। 

গেলো বছর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) গুপ্তচর বৃত্তির অভিযোগে ৭ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করে। এদের মধ্যে সেপ্টেম্বরে ছয় জনকে ও নভেম্বরে একজনকে বহিষ্কার করে মস্কো। এর জবাবে ওই বছরের নভেম্বরে রাশিয়ার এক কূটনীতিককে বহিষ্কার করে লন্ডন।   

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়া | ব্রিটিশ কূটনীতিক