‘আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সমর্থন করে যুক্তরাজ্য। এ বিষয়ে আলোচনার জন্যই আমরা এসেছিলাম।’ বলেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা সাড়ে ১১টায় সিইসির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সারাহ কুক এসব কথা বলেন।
বৈঠকে তার সঙ্গে হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন।
এ সময় সিইসি জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানতে এসেছিলেন ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা আমাদের সহায়তা করতে চান। আমরা তাকে পর্যবেক্ষক, ভোটার তালিকা, পার্টি রেজিস্ট্রেশন সম্পর্কে জানিয়েছি। জাতীয় নির্বাচনের কেনাকাটার বিষয়েও জানানো হয়েছে। আগামী ডিসেম্বরে নির্বাচন সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমরা তাদের রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ করেছি। তারা আমাদের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট।
এসি//