আন্তর্জাতিক

বিমানবন্দর থেকে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আদালতে দায়ের করা মামলায় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বিমানবন্দরে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১১ মার্চ) ব্রিটিশ ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হংকং থেকে ফিলিপাইনে ফেরার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্তাতে ক্ষমতায় থাকাকালীন অবৈধভাবে মাদক পাচারের অভিযোগে দেশে গণহত্যা চালিয়েছে। আদালত এ বিষয়ে তদন্ত করবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুর্তাতের বিরুদ্ধে ২০১১ সালের নভেম্বর থেকে শুরু করে ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

বর্তমান প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে, আইসিসি থেকে ম্যানিলা ইন্টারপোলের কাছে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। তারই ভিত্তিতে মঙ্গলবার (১১ মার্চ) রদ্রিগো দুর্তাতে হংকং থেকে ম্যানিলা বিমানবন্দরে নামার পরই তাকে গ্রেপ্তার করা হয়। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিপাইন প্রেসিডেন্ট | রদ্রগো দুতার্তে | মানবতাবিরোধী