আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের খবর পেলেই আলাদা উন্মাদনা খুঁজে পায় দর্শকরা। সেই খেলা অবশ্য ফুটবল। তবে দুই দেশ, দুই দলের খেলার খবর এলেই তার আলাদা এক জনপ্রিয়তা তৈরি হয়।
সোমবার (১০ মার্চ) ক্রিকেটে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল।
আর্জেন্টিনার বুয়েনস এইরেসে হওয়া ম্যাচটিতে ২৫ রানে জিতেছে ব্রাজিল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ব্রাজিল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৯ রান করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট হয়ে যায় আর্জেন্টিনা দল।
আকাশী-নীল জার্সিধারীদের শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল। দুই ওপেনার আলবের্তিনা গালান ও মালেনা লোয়ো ৬ষ্ঠ ওভার চলাকালীন সময়েই ২২ রান তুলে নেয়।
তবে স্টাম্পিংয়ের ফাঁদে পড়া মালেনা ফেরার পর উইকেট পতন শুরু হয়। পেসার নিকোল মন্তেইরার পরের বলেই ফিরে যান মারিয়া কাস্তিনেইরাস। পরের ওভার করতে আসেন কারোলিনা নাসিমেন্তো। সেই ওভারে আরেক ওপেনার গালানকে বোল্ড করে দেন তিনি। দলীয় রান ২২ থাকতে একে একে ৩ উইকেট হারায় আর্জেন্টিনা। এরপর একে একে সব উইকেট হারিয়ে বসেছে তারা।
ব্রাজিলের নিকোল মন্তেইরা ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন।
আগামী ১৭ মার্চ, ব্রাজিল ও আর্জেন্টিনা আবারও মুখোমুখি হবে।
এমএইচ//