রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ ও ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের খনিজ সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা করতে সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা।
মঙ্গলবার শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে রাশিয়ার কোন প্রতিনিধিকে ডাকা হয়নি। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই আগে সোমবার, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় একটি বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। বৈঠকটি সফল হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি। আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে বিজ্ঞ দৃষ্টিভঙ্গি এবং ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এনএস/